চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২১ শে ফ্রেবুয়ারী মঙ্গলবার সকালে আমিলাইষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অমর একুশে বইমেলা -২০২৩ এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী।
অমর একুশে বইমেলায় উপস্থিত ছিলেন আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মাস্টার আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর ছাদেক, আমিলাইষ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা বেগম, শিক্ষক আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য বিপ্লব চক্রবর্তী, লোকমান হাকিম, মো.রুবেল, মো. সেলিম, মোঃ মহিউদ্দিন, রনি চৌধুরীসহ আমিলাইষ ইউনিয়নের সকল সদস্যবৃন্দরা।
অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বীরশ্রেষ্ঠ শহীদবৃন্দ, ভাষাবিদসহ বিশিষ্ট সাংবাদিক, লেখকদের বইয়ের সমাহার সাজানো হয়। পাশাপাশি শিশু-কিশোর সহ বিভিন্ন ধরনের বইয়ের স্টল সাজানো হয়। অমর একুশে বইমেলায় আমিলাইষ ইউনিয়নের আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব গাটিয়া ডেঙা উচ্চ বিদ্যালয়, আমিলাইষ আদর্শ দাখিল মাদ্রাসা, যায়েদ বিন সাবিত দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই সংগ্রহ করেন।
দুপুর ১টায় শুভ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।