সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ার এর কবর জিয়ারত করেছেন ছেলে মাহমুদ আনোয়ার কায়জার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান।
বুধবার (২২শে ফেব্রুয়ারী) সকাল ৮ টায় তাহার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন তারা।
এ সময় তারা কবরের পাশে সুরা ফাতিহা পাঠ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন হোমনা তিতাসের বিএনপির নেতৃবৃন্দ।
পরে তারা অসুস্থ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবকে দেখতে তার বাসায় যান। সেখানে তার শারীরিক খোঁজ-খবর নেন এবং উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।