রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রশাসন এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৩
উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১০ মার্চ) সকাল ১০.৩০ ঘটিকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“স্মাট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়
” স্লোগানে উপজেলা সদরের প্রধান সড়ক র্যালি করে উপজেলা পরিষদের সামনে এসে র্যালি শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান (ভাঃ) এর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৩এর আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মাকসুদুর রহমান সহ অনেকেই।