মানবতার সেবায় স্কাউটিং,স্কাউটিং এর মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করার মধ্য দিয়ে মানুষের ভেতরের সুপ্ত ও ঘুমন্ত বিবেক জেগে ওঠে। বর্তমানে বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং কল্যাণমুখী সংগঠনগুলোর মধ্যে স্কাউটিং অন্যতম।তরুণদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলাই হলো স্কাউট আন্দোলনের উদ্দেশ্য। এ সব কথা বলেন- কুমিল্লা লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর গ্রুপ ক্যাম্পে স্কাউটদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ -কমিশনার (প্রশিক্ষণ) ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ উত্তম কুমার হাজরা এলটি।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস- কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো আখতারুজ্জামান, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ আক্তার হোসেন এলটি,সফিউল্লা এলটি। এ সময় উপস্থিত ছিলেন
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর সিনিয়র সহকারী শিক্ষক ও ক্যাম্পের অবজারভার তারেকুল আযম খান,কো- অর্ডিনেটর রওশন আরা এলটি,ডেপুটি কো- অর্ডিনেটর মো. রুস্তম আলী, প্রোগ্রাম চীফ জুবায়ের ইউসুফ,
স্কাউট লিডার মনোয়ারা হক,হাজেরা খাতুন,আমিনুল কাওসার খান দিপু,রোভার ইলহাম হাসান চৌধুরী, আজহারুল ইসলাম, জুনায়েদ আলভি, আনিকা তাহসিন,আশুরা আক্তার, নাবিলা নাজ আমিনসহ স্কাউট সদস্যরা।