1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত। শ্রীপুরে এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “প্রেস বিজ্ঞপ্তি” ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যেগে সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গনমাধ্যমের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,সমতলের আদিবাসীদের জন্য অবিলম্বে ভুমি কমিশন গঠন,নবাবগঞ্জ এর গিলাইঝুকি সুজন পাড়ায় সেচকার্য্য বিঘœকারী ভুমিদস্যু ও হামলাকারী পুলিশ প্রশাসন ও ভুমি অফিসের দূর্নীতির বিচারসহ সরকারের দেয়া আদিবাসীদের কাছে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ।

১২ মার্চ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের জেলা শাখার সভাপতি শীতল মার্ডি বলেন,দিনাজপুরের নবাবগঞ্জ,বিরামপুর,ঘোড়াঘাটসহ সারাদেশের বিভিন্ন জেলা/উপজেলার নির্জন নিভৃত পল্লীতে রাষ্ট্রিীয় আইন শৃংখলা বাহিনী পুলিশ ও ক্ষমতাসীন দলীয় ভুমিদস্যু নেতাকর্মীদের নির্যাতন নিপিড়নের শিকার হচ্ছেন তারা। আদিবাসীদের জমি জোবর দখল, মিথ্যা মামলার মাধ্যমে হয়রানী ও পুলিশী হেফাজতে আদিবাসী নারী পুরুষ জনগোষ্ঠিকে মারধোরের ঘটনাও ক্রমান্বয়ে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন আদিবাসী নেতারা। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাল জালিয়াতি ও দলীয় ক্ষমতার প্রভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের পূর্ব পুরুষদের জমিজমা কেড়ে নেয়া হচ্ছে,নি:স্ব করে দেয়া হচ্ছে আদিবাসী নিরাপরাদ মানুষদের। প্রতিনিয়তই জীবন ও সম্পদ হারানোর শংকায় শংকিত হয়ে এলাকায় বসবাস করছেন তারা। এসময় তারা বলেন,নবাবগঞ্জ উপজেলার ঢুডু সরেনের দুই প্রজন্মকে হত্যা করা হয়েছে,অথচ ঢুডু সরেনের ছেলে মিথ্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

চোখের সামনে সদরের নিমনগর বালুবাড়িতে সাওঁতাল মন্দির দখল হয়েছে। সম্প্রতি নবাবগঞ্জের গিলাইঝুকি ইউনিয়নের সুজন পাড়ায় সুনিরাম হেমরম ও বুদান মূর্মূর চাষের জমিতে সেচ্ প্রকল্পের আওতায় অগভীর নলকুপের অনুমোদন থকা সত্বেও সেচ আইন অমান্য করে করে স্থানীয় ভুমিদস্য ইব্রাহীম, মোতালেব, তোফাজ্জল, আমির হোসেন প্রমুখের যোগসাজোশে স্যামুয়েল সরেনকে পুতুল হিসেবে সামনে রেখে পুলিশ প্রশাসনের সহযোগীতায় দফায় দফায় হামলা, বাড়ি ভাংচুর, নারী নির্যাতন ও মধ্যরাতে তাদের তুলে আটকে রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। গত ৩ ফেব্রয়ারী ভুমিদস্যুদের পক্ষ নিয়ে পুলিশ সুনিরাম হেমরম ও বুদান মূর্মূকে গ্রেফতার করে থানা নিয়ে ব্যাপাক মারধোর করেছে। আটকের সময় পুলিশ ১ লাখ ১৫ হাজার টাকা ও পরিবারের সদস্য দামী মোবাইল লুট করে নেয় এবং নারীদের গ্রেফতার করে নিয়ে। এছাড়াও অব্যহত ভাবে পুলিশ এবং ভুমিদস্যুরা হুমকি ধামকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে চলেছে। এব্যাপারে তারা খোজখবর নিয়ে জানতে পেরেছেন স্থানীয় সাংসদ এর পিএস সায়েম সবুজের নিদের্শে পুলিশ এসব করছে। তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী,ন্যায় বিচার না পাওয়া ও নারী –পুরুষদের উপর হামলা,বনভুমি উজার প্রকৃতি ধ্বংস,কখনো ব্যক্তি পর্যায়ে জমি দখল,কখনো রাষ্ট্রীয় পর্যায়ে ইকো পার্ক এবং বিনোদন কে›ন্দ্রে জন্য জমি অধিগ্রহনের নামে আদিবাসী জনগোষ্ঠি জমি জোবর দখল করে নেয়া হচ্ছে। এসমস্ত আক্রমনের কথা সরকার এবং জনগনকে জানাতেই আমরা সংবাদ সম্মেলন করেছি। বৈষম্যহীন কর্ম সংস্থান, সু শিক্ষার অধিকারসহ আমরা এদেশের স্বাধীনতা সংগ্রামের সমান অংশীদার ও রাষ্ট্রের নাগরিক হিসেবে অন্যান্য সকলের মত ন্যায় সঙ্গত সমান অধিকার এবং অবৈধভাবে জোবরদখল করা সকল জমিজমা ফেরতসহ পুলিশী হয়রানী, নারী নির্যাতন ও নিপিড়ণ, মিথ্যা মামলার মাধ্যমে হয়রানী বন্ধসহ সকল আদিবাসী নেতাকর্মীর খুন,ধর্ষণের সঙ্গে জড়িত সকল অপরাধিদের দৃষ্টান্তমুলক কঠোর শাস্তি চাই, দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন,বাসদ এর আহবায়ক কিবরিয়া হোসেন,এ্যাড,আব্দুল হাকিম,জেলা কমিটির সহ সভাপতি শিবানী উড়াও ও রেখা হাঁসদা প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তারা একই দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম