মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রক্তিম চৌধুরী।
২১ মার্চ মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ক্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।
সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, সারাদেশে ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ ৩৯ হাজার ৩শত ৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। গুইমারা উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপের ৭৫টিসহ মোট৩৪৯ টি ভূমিহীন গৃহহীন পরিবার কে গৃহ প্রদান করা হয়েছে।
৪র্থ ধাপে ৭৫ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে এ উপহার পাবেন।
আগামীকাল ২২ মার্চ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর গুইমারা উপজেলায় ৭৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।