মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ প্রকোপে কর্মহীন মানুষের খাদ্য সঙ্কট নিরসনে ৯০ কোটি টাকা অনুদান চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
রোববার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মঞ্জুর কাদির আহমেদের সই করা এক মানবিক আবেদনে এ কথা জানায় প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রী এবং দেশ-বিদেশের সব হৃদয়বান ব্যক্তিদের নিকট এ মানবিক আবেদন করা হয়।
এতে বলা হয়, এই অনুদান পেলে ১ লাখ পরিবারের ৬ মাসের খাবার পৌঁছে দিতে পারবে তারা। দেশের মানুষকে আরও বেশি খাদ্য সহায়তা প্রদানের জন্যই তাদের এ উদ্যোগ। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দানের কর্মসূচি পালন করছে।