চট্টগ্রাম প্রতিনিধি :
করোনা দূর্যোগে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় প্রায় ৫০০ মানুষের কাছে ধারাবাহিকভাবে খাবার পৌঁছে দিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল ।
এছাড়াও জাতীয়তাবাদী আদর্শের প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হানিফ সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় ছিন্নমূল মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে।