আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের বনবিথীতে এই সভা অনুষ্ঠিত হয়। মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শ্রীনগর থানার অফিসার ইনর্চাজ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্ররাফী, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, আটপাড়া ইউপি চেয়ারম্যান মো. আইউব আলী খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার প্রমুখ।