নইন আবু নাইম, বাগেরহাট :
অনলাইন ও সরাসরি ফোন কলে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন । করোনা ভাইরাসের কারণে চলমান অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য উদ্যোগ নিয়েছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
জানা গেছে, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ডাক্তাররা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছে। এতে ৩ জন ডাক্তার সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি যেখানে মানুষ স্বাস্থ্যগত যেকোন সমস্যা নিয়ে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্লাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে। গুরুতর কোন কিছু হলে ফোন করে পরামর্শ দেয়া হয়েছে।
ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার জানান,এরই মধ্যে মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়ে আমরা দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে পেরেছি। এ সেবা অব্যাহত থাকবে করোনা শেষ না হওয়া পর্যন্ত।
এখানে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রয়েছেন
ডা:আবুল কালাম মোহাম্মদ ইউসুফ (শিবলী)
এমবিবিএস( ঢা. বি) এম ফিল (বিএসএমএমইউ )
সিপিআর (বারডেম), সিসিডি ( বারডেম) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( ফার্মাকোলজী এন্ড থেরাপিউটিক্স )
ডাঃ বাসুদেব কুমার সাহা
এমবিবিএস, এম এস ( ইএনটি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
ডা: মো: জিল্লুর হাসান ( রনি)
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য)
এম.এস ( অর্থোপেডিক্স), পঙ্গু হাসপাতাল, ঢাকা।
যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই 01913086919
01722365924
01712-089789 নম্বর গুলোতে।