1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিশেহারা ধুনট পৌরসভার ব্যবসায়ীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

দিশেহারা ধুনট পৌরসভার ব্যবসায়ীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১৬৫ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী : ধুনট পৌরসভায় দুপুর ২টার পর বন্ধ হয়ে গেছে বাজার-অলিগলির দোকান।

সরকারের নির্দেশ মতো ধুনট উপজেলার পৌরসভার বাজার ও অলিগলির দোকানপাঠ বন্ধ করে দিয়েছে ধুনট থানা পুলিশ। ধুনট থানা অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন সারা দেশ থেকে এসেছে ধুনট উপজেলার মানুষজন যারা সারাদেশে বিভিন্ন যায়গায় কর্মরত ছিলেন, উপজেলার মানুষজন নিয়ম নিতি না মেনে স্বউদ্যোগে স্বাভাবিক চলা ফেরা করতে চেস্টা করছে অনেক কস্ট হলেও তা বুজিয়ে সচেতন করে মানার চেস্টা করছি, তিনি বর্তমান দেশের করোনা পরিস্হিতি সম্পর্কে বলেন গত ২৪ঘন্টায় সারাদেশে ১০জন মারা গেছেন আক্রান্ত হয়েছেন ৪৯২জন সব মিলিয়ে এ পর্যন্ত ৩০০০এর বেশি আক্রান্ত হয়েছেন, তাই সারা দেশ ব্যাপি সবাইকে সচেতন হয়ে নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে।

করোনা পরিস্হিতি নিয়ে এস এম মাসুদ রানা, সাবেক সফল চেয়ারম্যান ধুনট সদর ইউনিয়ন পরিষদ ও ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলেন মানুষের জীবনের মান দুরবিসহ খেটে খাওয়া মানুষের মর্ধ্যে রিকসা/ভ্যান চালকসহ মধ্য বিক্ত পরিবাররা হাহাকার, এসময় যাদের কালো টাকা আছে কালো টাকা সাদা করার এটা একটা সময়, তারা যেন যতটুকু সম্ভব তাদের পাশে দারায়, এই হাহাকার পরিস্হিতিতে সমাজের বিক্তবানদের এগিয়ে আসা দরকার, তিনি আরোও বলেন আমি ব্যাক্তিগত ভাবে যতটুকু সম্ভব চেস্টা চালিয়ে যাচ্ছি, আগামী নির্বাচনে দলিয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে জনগনের প্রত্যাসা পুরনে নিরলশভাবে চেস্টা চালিয়ে যাবো। তিনি দলমত নির্বিশেষে সমাজের বিত্তবানদের সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার দুপুর ২টার পরই এসব দোকান বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যদের এসময় মোটর সাইকেলে দোকান বন্ধের নির্দেশ দিতে দেখা যায়।
এছাড়া গলির মোড়ের সবজি, ফল ও অন্যান্য ভ্রাম্যমাণ দোকান গুলোও সরিয়ে দেয়া হয়েছে।

দোকানিরা জানিয়েছেন দুইটার আগেই বন্ধের নির্দেশ দিয়ে গেছে, দুইটার দিকে এসে আবার তাগাদা দেয়। এতে যে কয়টা দোকান বন্ধে গড়িমসি করছিল তারাও দ্রুত বন্ধ করে বাড়ি চলে যায়।

টহলরত পুলিশ সদস্যরা বলছেন, গলির মোড়গুলোতেই বেশি আড্ডা হয়,তাই এগুলোই বন্ধে বেশি জোর দেয়া হচ্ছে।
ধুনট পৌরসভার হুকুম আলি বাসস্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোর, সোনামুখি মোর,
ধুনট বাজার, ধুনট জিরো পয়েন্ট সমুহ ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

এর আগে রবিবার ওষুধের দোকান ছাড়া প্রতিদিন দুপুর ২টার মধ্যে ধুনট পৌরসভার কাঁচাবাজার ও সুপারশপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ধুনট থানার অফিসার্স ইন্চার্জ কৃপা সিন্ধু বালা।
ধুনট থানা পুলিশের পক্ষ থেকে সব পুলিশ সদস্যকে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশ অনুসারে, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজার গুলো ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু রাখা যাবে।

পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।
জানা যায়, যেসমস্ত বাজার স্বীকৃতনয়, ফলে রাস্তার পাশে থাকা কাঁচা বাজার গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

এছাড়া গলির মোড়ের কনফেকশনারি, পান দোকান, মুদি দোকানসহ সবধরণের দোকানই বন্ধকরে দেয়া হয়েছে।

সোমবার বেলা দেড়টার দিকে হুকুম আলি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকান বন্ধের তোড়জোড়ে ব্যস্ত। অনেকে ক্রেতার ভীড় থাকায় দ্রুত পণ্য দিয়ে বিদায় করছেন। অনেক মুদি দোকান বন্ধ হয়ে গেছে আগেই। কিছু খোলা থাকলেও তা বন্ধের প্রস্তুতি নিচ্ছেন বিক্রেতারা।

হুকুম আলি থেকে এসে ১টা৫৪মিনিটে ধুনট করতোয়া কুরিয়ার সার্ভিসের সার্টার বন্ধ করতে দেখা যায় কর্মচারী নুপুরকে,

দুপুর ১টা৫৫মিনিটে দোকান বন্ধ করতে দেখা যায় ধুনট বাজার জিরো পয়েন্টের লাবন্য স্টোরের প্রোপাইটর সুবাস দত্তকে।

দুইটার পর ধুনট বাজারে গিয়ে দেখা যায় দোকানপাঠ বন্ধ। ভ্রাম্যমাণ সবজির দোকানগুলো পুলিশের ভয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।

বাজারের একজন বিক্রেতা বলেন, সরকার পাড়ামহল্লার দোকান বন্ধ করতে বলেছে দুপুর ২টার মধ্যে।
কিন্তু আমরাতো বাজারের দোকান এখন আমাদেরও বন্ধ করতে বলা হয়েছে। তাই বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, গলির দোকানগুলোতে বেশি আড্ডা হয় সেখানে বেশি নজর দেয়া দরকার।

এদিকে হঠাৎ বন্ধের তোড় জোড়ে দিশে হারা হয়ে পড়েছে ভ্রাম্যমান বিক্রেতারা। দুটার পর তারা কোন দিকে যাবে বুঝতে না পেরে এদিক সেদিক ঘুরাঘুরি করছিল।
ধুনট জিরো পয়েন্টের একজন ভ্রাম্যমান ফল বিক্রেতা বলেন,
ধুনট বাজার থেকে তাড়িয়ে দিয়েছে। তাই উপজেলা মোরের দিকে যা্চ্ছিলাম। সেখানেও যেতে দেয়নাই। কোন দিকে যাবো বুঝতে পারছিনা।
যে দিকেই যাই পুলিশ এসে বলে এলাকা ছাড়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম