মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরার শ্রীপুরে বজ্রপাতে মোঃ বশির বিশ্বাস (৪৬) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।তিনি শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কুদলা গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের পুত্র। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে –মোঃ বশির বিশ্বাস বিকেলে মাঠে জমিতে কাজ করছিলেন, হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চাচাতো ভাই শরীফ বিশ্বাস জানান বিকেল পৌনে ৫টা দিকে বশির তার পাট ক্ষেতে পানি দিতে গেলে ৫টার দিকে হঠাৎ করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে সে মারাত্মক ভাবে আহত হয়, আহতবস্হায় আমরা তাকে স্হানীয় দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে গিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন, ,মৃত্যুকালে সে স্ত্রী ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন, আজ রাতেই তার জানাজা ও দাফন – কাফন শেষ করবো। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।