নুর আলম সিদ্দিকী, বগুড়া :
বগুড়া জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে এই অবরুদ্ধ কার্যকর হবে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এই ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
এর আগে গত ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলে ওই উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছিল।
জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে কোনো যানবাহন চলাচল করবে না।
বগুড়া জেলার কোনো মানুষ আরেক জেলায় যেতে পারবে না, কেউ বগুড়া জেলায় প্রবেশ করবে না।
তবে জরুরি পরিষেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলা অবরুদ্ধ থাকবে।