শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনার কারনে ঘরে বন্দি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নারায়ণগঞ্জ – ৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ।
মঙ্গলবার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এ খাদ্য সামগ্রী এমপির পক্ষে বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজীব রায়হান সংসদ সদস্যের পক্ষে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মনির হোসেন ।