শাহাদাত হোসেন, রাউজানঃ
সরকারি ঘোষিত দেশে চলছে লকডাউন।গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ।ঘর থেকে বাহির হতে পাচ্ছেনা তারা।এই দুর্যোগ সময়ে ডিসের মালিকরা বাড়ি ঘরে কর্মচারীদের দিয়ে আদায় করেছে ডিস বিল।তবে সরকারি নির্দেশ বিদ্যুৎ বিল,গ্যাস বিল ও ৬ মাস পর্যন্ত কিস্তি নেওয়া বন্ধ।কিন্তু রাউজানে বন্ধ হয়নি ডিস বিল নেওয়া। এমন দৃশ্য চোখে পড়ে চিকদাইর এলাকায়।অনেকেই বলেছে এখন টাকা না কিন্তু তারা মানছেনা বিল দিতেই হবে।গ্রাহক দের অভিযোগ করোনা পরিস্থিতিতে এখন সবকিছু বন্ধ।তবে বন্ধ নাই ডিস বিল।গৃহবন্দির মধ্যে কাটাতে হয়েছে জীবন।প্রবাসীরাও এখন গৃহবন্দি।নাই ইনকাম।এখন মানুষের দুর্গম সময় চলতেছে।কোথায় থেকে দিবও ডিস বিল।