গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়া উপজেলায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমানের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) শিল্পপতি খলিলুর রহমানের বাড়ি সাঁইদার গ্রাম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
খলিলুর রহমানের পক্ষে এসব ত্রাণ তুলে দেন পটিয়া এবিটস ট্রাস্টের সভাপতি ও সমাজসেবক ইদ্রিস চৌধুরী অপু, কেডিএস গ্রুপের ম্যানেজার কাজল বড়ুৃয়া, জিরি ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাশেম, সমাজসেবক সাইফুল ইসলাম।
জিরি, আশিয়া, কাশিয়াইশ, কুসুমপুরা, বড়লিয়া ইউনিয়নের ৭ হাজার দরিদ্র পরিবারকে ক্রমান্বয়ে এসব ত্রাণ প্রদান করা হবে বলে এসময় জানানো হয়।
দুর্যোগকালীন যেকোন সময় ছাড়াও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকেন। বর্তমান মহামারী করোনাভাইরাস মোকাবেলায় তিনি ত্রাণ বিতরণ শুরু করেছেন।