মোঃ সাইফুল্লাহ
মাগুরায়
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তায় কর্মরত শিক্ষা কর্মীদের ২ দিন ব্যাপি ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা ০৪ জানুয়ারি সম্পূর্ণ হয়েছে।
আশা শিক্ষা কর্মসূচির আওতায় ৬৪টি জেলায় ১ হাজার ৫০টি ব্রাঞ্চের ১৮ হাজার ৪৫০ টি শিক্ষাকেন্দ্রে ১৮ হাজার ৪৫০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পাঠদানের সহায়তা করা যাচ্ছে। সামাজিক ফায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে সংস্থাটি ২০১১ সাল থেকে এ কর্মসূচির বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ০৩ জানুয়ারি বুধবার সকালে মাগুরার ডেফুলিয়া ব্রাঞ্চ কার্যালয়ের শিক্ষা কর্মীদের নিয়ে ২ দিন ব্যাপি উক্ত ত্রৈমাসিক প্রশিক্ষণ শুরু হয়। আশা ডেফুলিয়া বাজার ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার পোদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আশা মাগুরা সদর অঞ্চলের রিজোনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ।
কর্মশালায় শিক্ষা সুপারভাইজার সহ ব্রাঞ্চ পর্যায়ের বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
আশা’র শিক্ষা অফিসার জানান-এ কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ৪লক্ষ ৫৫ হাজার শিক্ষার্থীদের আনা হয়েছে। এর মধ্যে আশা মাগুরা জেলায় ১৪ টি ব্রাঞ্চের মাধ্যমে ২৭০ টি শিক্ষাকেন্দে ২৭০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রায় ৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীদের পাঠদানের সহায়তা করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।