আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : রাজধানীতে পরিস্থান ও প্রজাপতি গাড়ির বাস চালক শরিফ হুমায়ুন আহম্মেদ(তুষার) হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব এর সামনে তার মা, বাবা ও ছোট বোন ঝুমা ও তার স্বজনরা মানববন্ধন করেছে।
সোমবার(১৫ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তার বাবা, মা ও ছোট বোন কাঁন্না জরিত কণ্ঠে তার ভাই হত্যার সংগে জরিত সকল আসামীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবি জানান।
9
মানববন্ধনে তার বোন ঝুমা জানান, গত ১৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে অজ্ঞাত নামা লোকের সাথে মিরপুর সাড়ে ১১ তে তুষারের সাথে কথা-কাটাকাটি হয়। ২২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সেই অজ্ঞাতনামা লোকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করে তুষারকে কেউ গাড়ি দিবেন না এবং কিছু গালিগালাজ ব্যবহার করে বাস চালকদের মাঝে শেয়ার করে দেয়। ২৩ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে তুষার কে বিকাল ৩-৪ টার মধ্যে মেরে ফেলার হুমকি প্রদান করে। ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে রাতে তুষার যখন হোটেল থেকে খাবার খেয়ে বের হয়, রাত ১২: ৩০ মিনিট এ তুষারকে ঘাটারচর, মোহাম্মদপুর থেকে নোয়া ব্যান্ডের গাড়িতে কথা বলার জন্য উঠিয়ে নেওয়া নেয়। ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ১০:৩০ মিনিট এ টঙ্গি পূর্ব থানা ওসি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলে তুষারের লাশ পাওয়া গেছে।
পরে অজ্ঞাত কারণে আমার ছেলেকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখে মর্মে থানায় হাজির হইয়া অত্র এজহার দায়ের করিলে থানায় মামলা রুজু হয়। এবং উহা এসআই (নি:) মো: আশরাফুল আলম মামলার তদন্তভার গ্রহণ করেন।