আতিকুর রহমান(আতিক), স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জিয়া মঞ্চ নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ জানুয়ারি)২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মো: ফয়েজ উল্ল্যাহ ইকবাল এর নেতৃত্বে জিয়া ঢাকা মহানগর দক্ষিণ ও জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের এর নেতৃবৃন্দদের উপস্থিতিতে এ ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক(দপ্তর চলিত দায়িত্ব) ইঞ্জিনিয়ার জামাল হোসেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি আবদুল হামিদ মামুন, সাধারণ সম্পাদক রিজুয়ান মাসুদ চৌধুরী, জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মো: শাহাদত হোসেন পলাশ, জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সায়েম।
জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর দপ্তর সম্পাদক আতিকুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মিডিয়া সেল প্রধান ফাতেহ উল্যাহ রাফসান,জিয়া মঞ্চ মিডিয়া সেল এর সাংবাদিক জামিল খন্দকারসহ জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর সকল নেতৃবৃন্দ, জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।