গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম) পটিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানের গেটে তালা দিয়ে ভিতরে জমজমাট বেচাকেনা আর আড্ডাবাজি চলছে।
বুধবার পটিয়া পৌর সদরের কামাল বাজার, ডাক বাংলো মোড়, শহীদ ছবুর রোড়, পোস্ট অফিস এলাকায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খবর পেয়ে উপস্থিত সবাই পালিয়ে যায়। দোকানিদের গুনতে হয়েছে জরিমানা। সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩ দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনায় বাজার মনিটরিং করেন ইউএনও।
পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, উপজেলার বিভিন্ন বাজারের প্রায় দোকান বাইরের মূল গেটে তালা দেয়া থাকলেও ভেতরে খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এজন্য তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।