1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামসোনা আওয়ামী লীগ সভাপতিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারে এলাকাবাসী খুব্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ  মাগুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার !

ধামসোনা আওয়ামী লীগ সভাপতিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারে এলাকাবাসী খুব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৩২ বার

নুর আলম সিদ্দিকী ঃ সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে জনমনে ক্ষোভ ও নিন্দা জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানাযায়, ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন শ্রীপুর তালপট্রি এলাকায় সরকার বিরোধি একটি কুচক্রি মহল সরকারের ভাল কাজগুলির বিরোধিতা করে সরকার দলীয় নেতাকর্মিদের সাথে সংঘর্ষে জড়িয়ে নানা গুজব ছড়িয়ে সরকারের ভাবমুর্তি নষ্ট করার পায়তারা করছে।

এনিয়ে ঐ এলাকার জনপ্রিয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার করে তার মান সন্মান হানীর অপচেষ্টা করছে।এনিয়ে জনসাধারনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, দেশে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনার জন্য সরকার লকডাউন ঘোষনা দিয়ে সকল কিছু বন্ধ ঘোষনা করেন।

তখন এই এলাকার প্রতিটি পাড়া মহল্লায় শর্তকতা মুলক নিয়ম চালু করা হয়। সে মোতাবেক গত ১২ /০৪/ ২০২০ইং তারিখে তালপট্রি জামে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে স্থানীয় বাড়িওয়ালাদের নিয়ে একটি মিটিং বসানো হয়।

ঐ মিটিংয়ে উপস্থিত ছিলেন হাজী আতাউর রহমান,হাজী মিজানুর রহমান, হাজী জামাল, হাজী শাহাজাহান,মোঃ জহির মিয়া, মিলন মিয়া, হাজী শফিউল্যাহ, হাজী আমজাদ,মোস্তফা আবুল বাশারসহ প্রায় দেড়শতাধিক বাড়িওয়ালা।

তারা ঐ এলাকায় করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩১দফা নিদের্শনা মেনে চলার জন্য সকলে একমত হয়।

তারা এনিয়ে ১৬/০৪/২০২০ইং তারিখে দ্বিতীয় বারের মতো আবারও মাইকে ঘোষনা দিয়ে মসজিদের সামনে আবারও একটি মিটিং করে সকলে মাননীয় প্রধান মন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য ঐ এলাকায় বহিরাগত লোকদের প্রবেশ বন্ধ ও কোন কারন ছাড়া কেউই বাহিরে যাবেনা।

সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় দোকান খোলা থাকবে,সন্ধ্যায় ৬টার সময় সকলে বাসায় প্রবেশ করবে।
সাপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার ভলিবদ্রবাজার থেকে কাচা বাজার আনতে যাবে। অপরিচিত লোকদের প্রবেশ বন্ধে ২৪ ঘন্টা ১০ জন প্রহরী নিয়োগ দিয়েছেন বাড়িওয়ালারা।

সে জন্য সরকারী ছুটির মেয়াদ পর্যন্ত ১০ জন প্রহরিকে প্রতিদিন জনপ্রতি ২৫০টাকা বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়। তাদের বেতন এর টাকা দেওয়ার জন্য প্রতিবাড়ি থেকে ৫০০ শত টাকা নিয়ে একটি ফান্ড গঠন করেন এর ক্যাশিয়ার দেওয়া হয় মসজিদ এর মোয়াজ্জেম আব্দুর রহমান।
এই ফান্ড থেকে প্রহরীদের দৈনিক বেতন দেওয়ার পর যদি অবশিষ্ট থাকে সেটা মসজিদে দেওয়ার সিদ্ধান্ত হয়। এসকল সামাজিক সিদ্ধান্তের সাথে ঐ এলাকার চিহিৃত বিএনপির নেতা কর্মি একমত হতে পারেনি।

তারা সব সময় সরকারের ভাল কাজগুলির বিরোধিতা করে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকেন।
এদের মধ্যে একজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও দেশ বিরোধি নাশকতার একাধিক মামলা রয়েছে।

তারা ঐ এলাকায় করোনা ভাইরাসে ঝুকিপুর্ণ এলাকার লোকজনকে গভীর রাতে আশ্রয় দেওয়ার চেষ্টা করলে নৈশ প্রহরীরা বাধা প্রদান করেন।
এই সময় প্রহরীদের উপর সন্ত্রাসী হামলা করে ৩ জনকে রক্তাক্ত জখম করেন।

আহতরা হলেন রিপন মিয়া, কামাল হোসেন,ও শরীফ। আহতরা বলেন, ঐ এলাকার ধামসোনা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মন্ডলের নেতৃতে সাফায়েত.আফাজ.জসিম .রাকিব.শামীম ও নাহিদ তাদের উপর হামলা করেন।

এসময় হামলাকারীদের হাতে রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন।হামলার পর তাদেরকে ঐ এলাকা থেকে চলে যেতে বলেন না হলে তাদের খুন করে গুম করার হুমকি প্রদান করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎমা দেন।এদিকে রোড বন্ধ করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ হুসাই ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানায় সামাজিক যেকোন কাজে তারা বাধা প্রদান করে সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে থাকে।

এদিকে যুবদলের সভাপতি জাহাঙ্গীর এর নেতৃত্বে এলাকায় লকডাউনের নামে চাঁদাবাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের নাম জড়িয়ে গুজব রটিয়ে এলাকায় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে সভাপতির মানহানীর পায়তারা করেন।

এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।তারা এধরনের মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের ভাবমুর্তি ক্ষুন্নকারীদের আইনের আওতায় নিয়ে বিচারের জোর দাবী জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম