মাহবুবুর রহমান : দেশের চলমান করোণা ভাইরাস সংকট মোকাবেলায় দেশ যখন লকডাউনে তখন এই অঞ্চলের বরোধান তোলা নিয়ে হিমশিম খাচ্ছিল কৃষক। এক দিকে শ্রমিক সংকট অন্যদিকে আর্থিক সংকটে ভুগছিলেন কৃষকরা আর সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়ালো বিভিন্ন উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ।
খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী -৩ আসনের স্থানীয় সাংসদ মামুন রশীদ কিরণের নির্দেশে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা উপজেলার বিভিন্ন নরোত্তমপুর, হাজিপুর সহ বেশ কয়টি ইউনিয়নে ধান কেটে দেন।
এ বিষয়ে টেলিফোনে পৌর আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ বলেন এমপি মহোদয়ের নির্দেশে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কৃষকদের ধান কাটতে সহযোগিতা শুরু করেছে। তিনি আরো জানান, এভাবে প্রতিটা উপজেলা থেকে রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসলে কিছুটা হলেও সংকট কাটবে কৃষকদের
একই একই চিত্র দেখা মিলে সেনবাগে সেখানে স্থানীয় সাংসদ সদস্য মোরশেদ আলমের নির্দেশে ছাত্রলীগের সভাপতি মাজেদুল হক তানভির এর সহযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়নে নেতাকর্মীদের কৃষকের ধান কেটতে দেখ যায়।
খোঁজ নিয়ে জানা যায় কবিরহাট উপজেলার বাটইয়া ৪ নং ওয়ার্ডের কৃষক কামাল ও আলমগীর দিশেহারা সেই মুহুর্তে সাবেক বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন শাহীনসহ ছাত্রলীগ কর্মীরা কৃষকের পাশে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে ধানগুলো কেটে ঘরে তুলে দিলো।
আব্দুল মজিদ নামে এক কৃষক জানান এই মুহূর্তে রাজনৈতিক নেতা-কর্মীরা আমাদের পাশে আসায় আমদের অনেক উপকার হচ্ছে।
এ দিকে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী জানান, এ এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কৃষকদের সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ করা হলো সবাই মিলে কাজ করলে এই সংকট মোকাবেলা করা সম্ভব।