কুমিল্লার তিতাস উপজেলায় ময়লার ভাগাড় থেকে জীবিত এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে তিন যুবক। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টায় উপজেলার বাতাকান্দি বাজারের উত্তরে গৌরীপুর টু হোমনা সড়কের পূর্ব পাশে উত্তর আকালিয়া ময়লার ভাগাড় থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধারকরা তিন যুবক হলেন, উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া(২৪), মো.শেখ ফরিদের ছেলে মো. সজিব(২২) ও মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল(২৪) তারা তিনজনই অবিবাহিত। বর্তমানে নবজাতক শিশুটি সাব্বিরের বাড়িতে আছে।
এবিষয়ে তিন যুবকের একজন মো. সজিব বলেন, আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর উবদি ব্রিজে যাচ্ছিলাম রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় এক শিশুর কান্না শুনতে পাই, প্রথমে মনে করেছি বিড়াল, পরে লাইট মেরে দেখি নবজাতক শিশু, তখন আমরা শিশুটি বাড়িতে নিয়ে আসলে বন্ধু সাব্বিরের মা দায়িমা ওনার হেফাজতে রাখছি। আমরা চেয়ারম্যান জানিয়েছি এবং পুলিশও এসেছিল।সকালে হাসপাতালে নিয়ে জামু।
সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায়না। আমাদের সকলের সচেতন হতে হবে। তিনি আরও বলেন, নবজাতক শিশুটি এখন সাব্বির নামের যুবকের বাড়িতে আছে। আগামীকাল আমরা প্রশাসনের সাথে আলোচনা করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
তিতাস থানার এস.আই মাজারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনা স্থলে গিয়ে জানতে পাই উত্তর আকালিয়ার তিন যুবক ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশু পেয়েছে। তারা হলো সাব্বির, সজিব ও ফয়সাল। নবজাতক শিশুটি বর্তমানে সাব্বির নামের যুবকের মায়ের হেফাজতে আছে। আমরা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামান বলেন, আমি খবর পেয়েছি উত্তর আকালিয়া ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশু পেয়েছে এবং একজনের বাড়িতে হেফাজতে আছে। রোববার সকালে সরেজমিনে গিয়ে তদন্ত করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।