মোঃসাইফুল্লাহ : মাগুরা সদর উপজেলার ভারাশিয়া নামক স্থানে গতকাল সকালে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৩০) নামের এক কাপড় ব্যবসায়ি নিহত হয়েছে। নিহত মিলন হোসেন সদর উপজেলার বগিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার আলোকদিয়া বাজারে স্বর্ণালী বস্ত্রালয় নামে একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মাগুরা সদর থানার এস আই হাবিব জানান, নিহত মিলন হোসেন তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মাগুরা শহর হতে কাপড় কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভারাশিয়া এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে অপর প্রান্ত থেকে আসা ট্রাকের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী মিলন হোসেন মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা আহত মিলন হোসেনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।