রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াছিন নগর গলাচিপা এলাকার বাসিন্দা মাহফজুল আলম মাসুদকে তার চাচা রাশেদুল ইসলাম কেভি ওমানে নিয়ে যায়। ওমানে নিয়ে গিয়ে মাসুদকে তার দোকানে চাকুরী দেয়ার কথা বলে। রাশেদুল ইসলাম কেভি মাসুদের স্ত্রীকেও ওমানে নিয়ে আসে । মাসুদের স্ত্রীকে ওমানে নিয়ে গিয়ে মাসুদকে বিভিন্ন কাজে পাঠিয়ে মাসুদের স্ত্রীর সাথে রাশেদুল ইসলাম কেভি ভয় ভীতি দেখিয়ে শারিরিক সর্ম্পক গড়ে তোলে। শারিরিক সর্ম্পক করার সময়ে রাশেদুল ইসলাম কেভি তা ভিডিও করে নেয়। গত ছয়মাস পুর্বে রাশেদুল ইসলাম কেভি ওমান থেকে বাড়ীতে আসনে । ওমান থেকে বাড়ীতে আসার সময়ে ভুলে তার ব্যবহৃত মোবাইল ফোন ওমানে ফেলে আসেন । রাশেদুল ইসলাম কেভির ব্যবহৃত মোবাইল ফোন মাসুদ পেয়ে তা দেখে তার স্ত্রীর সাথে অনৈতিক সর্ম্পকের ভিডিও দেখতে পায় । পরে মাসুদ তার স্ত্রীকে নিয়ে ওমানে থাকা তার ভাই বাবু সহ দেশে আসেন । বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামকে জানান । ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম উভয় পক্ষকে ডেকে সালিসি বেঠক করে অনৈতিক কাজের অপরাধে রাশেদুল ইসলাম কেভিকে ৫লাখ টাকা দিতে মাসুদের স্ত্রীকে দেওয়ার জন্য রায় দেয় বলে জানান হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম। পরে রাশেদুল ইসলাম কেভি ঐ টাকা না দিয়ে ওমানে চলে যায়। সম্প্রতি ওমান থেকে রাশেদুল ইসলাম কেভি দেশে আসেন । সালিশি বৈঠকের সিদ্বান্ত মোতাবেক ৫ লাখ টাকা চাওযায় রাশেদের সাথে কথাকাটাকাটি হয় । এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় । পরবর্তী আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সালিসি বৈঠক করে পুর্বের দেওয়া রায় মোতাবেক ৫ লাখ টাকা মাসুদের স্ত্রীকে দিতে নির্দেশ দেয় । মাসুদের ভাই মোঃ বাবু বলেন, রাশেদুল ইসলাম কেভি এখনো ৫ লাখ টাকা না দিয়ে আমাদের পরিবার ও আমার ভাইয়ের স্ত্রীকে হুমকি দিয়ে আসছে । মাসুদ ও তার পরিবারের সদস্যরা রাশেদুল ইসলাম কেভির হুমুিকতে নিরপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন ।ড