মোঃ সাইফুল্লাহ : মাগুরায় আরও একজনের শরীরে (কোভিট- ১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যাক্তির (২৪) বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের জোৎশ্রীপুর গ্রামে। গতকাল সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৭ এপ্রিল তারা একই সাথে ঢাকার আশুলিয়া থেকে মাগুরায় আসেন। অবশ্য গতকাল তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা গাজীপুর থেকে এসেছেন।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম জানিয়েছেন, ওইদিন আশুলিয়া থেকে একসাথে দশজন মাগুরায় আসেন। এরমধ্যে একই পরিবারের চারজন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের, শ্রীপুর উপজেলার জোৎশ্রীপুর গ্রামের তিনজন আর বাকি তিনজন মহম্মদপুর উপজেলার। মৃগিডাঙ্গা গ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর বুধবার বাকিদের নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তারমধ্যে বৃহস্পতিবার সকালে জোৎশ্রীপুরের একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনো এসে পৌঁছেনি
শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ইয়াছিন কবির জানিয়েছেন, গতকাল খবর পাওয়ার পরপরই ওই ব্যাক্তিদের বাড়ি লকডাউন করা হয়। এখন পুরো জোৎশ্রীপুর গ্রাম লকডাউন করা হচ্ছে। এদিকে, গতকালই সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামটি লকডাউন ঘোষণা করে প্রশাসন।