রফিকুল ইসলাম ফুলাল
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে অবৈধ মজুতদার, মিলার ও কর্পোরেট হাউজসহ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরো বলেন ,সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি কোনো অনিয়ম করেন,তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। কোন যৌক্তিক কারন ছাড়াই নির্বাচনের পর যে হারে হঠাৎ করে চালের দাম বাড়ানো হয়েছিল বাধ্য হয়ে সরকার অভিযান পরিচালনা করে বাজার স্থিতিশীল পর্যায় আনে।
৮ ফেব্রয়ারী বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো: মোসাদ্দেক হোসেইন, চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু.ব্যবসায়ী নেতা সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চালের মূল্যবৃদ্ধির কারণ উল্লেখ করে নানান যুক্তি তুলে ধরেন।
এসময় সভায় চালের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, হাস্কিং, অটো রাইস মিল এবং কর্পোরেট গ্রুপের মালিক বা প্রতিনিধিরা মন্ত্রীর সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং চালের অস্বাভাবিক দাম বাড়ার জন্য একে অন্যকে দোষারোপ করেন। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংদের হুইপ ইকবালুর রহিম এমপি , খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মো : ইসমাইল হোসেন , খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকতা, মেয়র , বিভিন্ন চালকল মালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।