এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
আসন্ন রমজান উপলক্ষে সওয়াবের নিয়তে কুমিল্লার লাকসাম উপজেলার পৌলইয়া গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো সমাজ উন্নয়নের ইফতার সামগ্রী। করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোনো ত্রাণ নয় বরং আত্বীয় স্বজন এলাকাবাসীর হক হিসাবে প্রতিবছরের ন্যায় এবার ও এই সংগঠন পৌঁছে দিয়েছে ইফতার সামগ্রী।
সমাজ উন্নয়নের সদস্য জয়নুল আবেদীন- শ্যামল বাংলাকে জানান, পৌলইয়া সমাজ উন্নয়ন প্রতিষ্ঠা কালীন থেকে শিক্ষার প্রসারন ও দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করে ব্যাপক আস্থা রেখেছে।আমাদের উন্নয়ের মূল চাবিকাঠি হচ্ছে প্রবাসিরা। এসময় তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তারা শ্যামল বাংলাকে ধন্যবাদ জানান।