মোঃ জুয়েল রানা,
তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উক্ত মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন ও মাদ্রাসার অভিভাবক সদস্যগণ প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
দোয়া ও মিলাদের পূর্বে ইসলামিক আলোচনা করেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।