মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে দেশ ও জাতির কল্যাণ কামনায় তৃতীয়বারের মত বার্ষিক বড় শাফা খতম, দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাশিনগরের দক্ষিণ যাত্রাপুর গণিমিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়।
গণিমিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বড় শাফা খতমের প্রতিষ্ঠাতা শাহপরানের পরিচালনায় খতম শেষে মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব শাহ্ আহম্মদ সা’দ সিদ্দিকী আল-কোরায়েশী (বড় হযরত)।
উপজেলার গোপালনগর মাদরাসার সহ-সুপার মাওলানা শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, কাশিনগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নূরী।
এ সময় গুণবতী ডিগ্রি কলেজের অধ্যাপক মো: আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, শাফা খতম আয়োজক কমিটির সভাপতি হাজী আলী মিয়া, সহ-সভাপতি আবুল হাশেম, ক্যাশিয়ার মাস্টার জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।