1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দূর্গম এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অলৌকিক এক পুত্র শিশুর জন্ম! মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালীতে পাইরাং ছাত্র ফাউন্ডেশনের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২৯ ডিসেম্বর

দূর্গম এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯২ বার

শাহাদাত হোসেন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

কোমলমতি শিশুরা স্বাধীনতা আগে ও পরে শিক্ষা অর্জনে পিছিয়ে ছিল রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দূর্গম ও ফটিকছড়ি উপজেলার সীসান্তবর্তী হচ্চারঘাট এলাকার বসবাসরত শিশুরা। অতীতে সর্তার খালের কোমড় পানি দিয়ে হেঁটে হচ্চারঘাট পাড় হয়ে ওপাড়ে ফটিকছড়ি খিরাম এলাকার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় লেখাপড়া করতে হতো। যুগের পর যুগ ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিতদের অভিবাবকরা দাবি জানিয়ে আসছিল একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সর্তাখালের উপর হচ্চার ঘাটের ব্রিজ নির্মাণের। সেই স্বপ্ন পুরণ হয়েছে ২০১৩ সালে সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যদিয়ে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নিজের মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এ এলাকাকে আলোকিত করেছেন। তিনি ভিক্তিপ্রস্তর স্থাপন করেছেন সর্তাখালের উপর একটি ব্রিজ নির্মাণের।সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী করতে স্কুলের চারপাশকে সৃষ্টি করা হয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। স্কুলের চারপাশে লাগানো হয়েছে হরেক রকমের ফুুল ও ফলদ গাছ। স্কুলের পাশে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি রাবার বাগান। কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ। স্কুলের ভিতর প্রবেশ করলে মনে হবে একটি শিশু পার্ক। এ স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে নেই সাংস্কৃতিক ক্ষেত্রেও।স্থানীয় ইউপি সদস্য সবুজ বড়ুয়া জানান, একসময় এই এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে -মেয়েরা পায়ে হেঁটে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সর্তাখালের হাটু-কোমড় পালি অতিক্রম করে লেখাপড়া করতেন। এই একটি প্রাথমিক বিদ্যালয় হওয়া জরুরী ছিল। বর্তমান সংসদ সদস্য আমার ওয়ার্ডকে আলোকিত করেছেন। স্থানীয় লোকজন জানান, ২০১৩ সালে সাজেদ কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে উন্নতমানের শিক্ষার আলো ছড়াচ্ছে স্কুলটি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দিদারুল আলম বলেন, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। মাননীয় সংসদ আর্থিক ও সার্বিক পরামর্শ দিয়েছেন বলে একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। স্কুল আঙিনায় ফুলে বাগান, বিভিন্ন জাতের ফলের বাগান করা হয়েছে। স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসব গাছের দেখভাল করেন। শিক্ষার্থীরাও আনন্দের সাথে লেখাপড়া করে। স্কুলের প্রাধন শিক্ষক জানে আলম শরীফ বলেন, বর্তমানে আমাদের স্কুলে ১১০জন শিক্ষার্থী রয়েছে। ৫জন শিক্ষকের মধ্যে রয়েছে চার জন শিক্ষক পাঠদান করছেন। কোমলমতি শিশুরা আগের তুলনায় স্কুলগামী হচ্ছে। অভিভাকরাও শিক্ষার জন্য তাদের ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম