কুমিল্লার তিতাস উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ দোয়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ওমর আলী’র পরিচালনায় উপস্থিত ছিলেন, পরিচালক রুহুল আমিন শাহিন, আব্দুর রব সরকার, মহিউদ্দিন পলাশ, ডাঃ জাকিয়া আক্তার, সাংবাদিক নাজমুল করিম ফারুক ও অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো. বেলাল হোসেন। পরে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।