রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে আল মদিনা ডোর এন্ড ফার্নিচার তৈয়ারীর কারখানার যাত্রা শুরু। রাউজান উপজেলা সদরের আদালত ভবন এলাকায় মাওলানা ওমর ফারক শফিকুর রহমান, এসকান্দর, কালাম চার ব্যবসায়ী মিলে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের আদালত ভবন এলাকায় অত্যাধুনিক ফার্নিসার ও দরজা তৈয়ারী করার কারখানা আল মদিনা ডোর এন্ড ফার্নিচার কারখানা গড়ে তোলেন । আল মদিনা ডোর এন্ড ফার্নিচার তৈয়ারীর কারখানায় সকল প্রকার দরজা, খাট, ষোফা, ওয়ারড্রোফ,ইনটেরিয়ার ডিজাইন অত্যাধুনিক,পদ্বতিত্বে কেমিক্যাল টিটমেন্ট ও সিজনকৃত কাঠের দরজা ও ফার্নিচার তৈয়ারী করে পাইকারী বাজারে বিক্রয় করার কার্যক্রম নেয়া হয়েছে । সোমবার সকালে,আল মদিনা ডোর এন্ড ফার্নিচার তৈয়ারীর কারখানার শুভ উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময়ে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাওলানা আবদুল হাই, রাউজান উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী, মাওলানা এনামুল হক, এমরান হোসেন চৌধুরী, আবদুল লতিফ, পল্লী চিকিৎসক প্রদীপ শীল, ব্যবসায়ী নাসির উদ্দিন, আবু তাহের প্রমুখ।