চট্টগ্রামের রাউজানে কৃষি জমি সুরক্ষা আইন অমান্য করে নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিত পাকা ভবন। রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের রূপচাঁন্দ আউলিয়ার বাড়ির প্রবাসী মো. পারভেজ তার কৃষিজমিতে ঘর নির্মাণ করছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, টাকা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে ‘ম্যানেজ’ করে আইনী পক্রিয়া ছাড়াই কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। অথচ ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে দেশের কোনো জায়গায় আবাদযোগ্য জমিতে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশ যথাযত ভাবে যাতে পালন করা হয় সে ব্যাপারে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বার বার তাগাদা দিয়ে আসছেন। গত রবিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছিলেন উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কোনো ওয়ার্ডে কেউ যাতে কৃষিজমি খনন ও কৃষিজমি ভারাট করতে না পারে সেজন্য জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের নিদের্শনা, কৃষিজমি সুরক্ষা আইন, স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে কৃষি জমি ভরাট, কৃষিজমিতে পাকা ভবন ও মাটি খননের অনুমতি দিচ্ছেন। সচেতন মহল মনে করছেন রক্ষক ভক্ষক হয়ে গেলে আইন প্রয়োগ কিছুতেই সম্ভব নয়। সরেজমিন পরিদর্শনকালে নিজেকে প্রবাসী পারভেজের আত্মীয়, তার নাম দিদার পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, ‘আমরা চেয়ারমানকে ম্যানেজ করে কাজ করছি। পরে চেয়ারম্যানের ছেলেসহ আরও কয়েকজন এসেছিল, তাদের ম্যানেজ করে আমরা কাজ করছি, কেউ আসলে চেয়ারম্যান ও মেম্বারকে জানাতে বলেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, ‘আমার কাছ থেকে ঘর তৈরির অনুমতি নিয়েছেন। কৃষি জমি ভরাট বা খননের বিষয়টি আমাকে জানানো হয়নি। আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এই জনপ্রতিনিধি।’