ফজলে মমিন
শ্রীপুর(গাজীপুর)
নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অপরদিকে শ্রীপুর টেংরা রাস্তা মোড় সংলগ্ন সেন্টাল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী এবং মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পরিছন্ন রাজনীতিবিদ যুবনেতা এবং গাজীপুরের তরুন প্রজন্মের আইডল শ্রীপুরের তরুন শিল্পোদ্ধকতা জাহিদুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্য স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রবিন বলেন,
শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
জাহিদুল ইসলাম রবিন বলেন, ‘আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে।
তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ’পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুস্কার বিতরন করেন।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।