মোঃ সাইফুল্লাহ
বৈশ্বিক দূষণমুক্ত আমাদের পৃথিবী আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সহযোগিতায় ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা স্থানীয় কমিশনার মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুর রহমান লাভু, বিজ্ঞ পাখি মুক্তি রানী দত্ত, আঞ্জুয়ারা খাতুন, শিলা মল্লিকসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইড ও হলদে পাখির অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলো বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।