মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ লাখ টাকা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মারা গেলে পদমর্যাদা অনুসারে তাদের পরিবারকে দেয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে ক্ষতিপূরণের এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫ থেকে ২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা।
১০ থেকে ১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, প্রথম থেকে নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রত্যক্ষভাবে করোনাভাইরাস পজিটিভের প্রমাণপত্র বা মেডিক্যাল রিপোর্টসহ স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ থেকে এই অর্থ দেয়া হবে।