মোঃ জুয়েল রানা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬মার্চ) সকাক ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান এর সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, সাইদুর রহমান, মোবারক হোসেন মাষ্টার ও মোবারক হোসেন প্রমূখ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১(একত্রিশ)বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করেন সংশ্লিষ্ট উপ-কমিটি এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। এবং সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং শরীরচর্চা প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।