বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের একঝাঁক তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম’ এর উদ্যোগে ইফতার মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মার্চ) চাম্বলস্থ ফাহিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্লাড ফোরামের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী রিপন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।
ফোরামের আইন ও প্রকাশনা সম্পাদক এস.এম. ওবাইদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র ফোরামের প্রধান উপদেষ্টা ও সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু নাছের, জলদী হোসাইনীয়া কামিল মাদরাসার প্রভাষক বাবু শ্যামল কান্তি রুদ্র, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চাম্বল খাদিজাতুল কুবরা (রা.) মহিলা দাখিল মাদরাসার সুপার সৈয়দ মর্তুজা আলী, চাম্বল হোছাইনিয়া কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল মান্নান তালুকদার, বাঁশখালী উপজেলা হাসপাতালের সহকারী সার্জন ডা. দিদারুল হক সাকিব, চট্টগ্রাম জর্জকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরানুল হক, সাংবাদিক শিব্বির আহমদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসাইন সিকদার, ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
কার্যনির্বাহী পরিষদের প্রধান নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধার সন্তান গিয়াস কামাল হায়দার (রুবেল), নির্বাহী পরিচালক আবদুল মোনায়েম চৌধুরী, সাইফুল আজম চৌধুরী, ডা. জোহেব হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য ইসমাঈল চৌধুরী, সমাজ সেবক জাফর ইকবাল, ইমরান মাহমুদ চৌধুরী রুমন প্রমূখ।