ইব্রাহীম খলিল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সীতারামপুর ফেরীঘাটে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা।
এছাড়াও নবীনগর পৌরসভার নারায়নপুর এলাকার হাসান শাহ (রঃ) শরীফের পিছনের নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় ১ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ঠ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
তাছাড়া সীতারামপুর বাজারে অবস্থিত একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে খাবার তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের সাথে পুরনো বাসি খাবারের উপস্থিতি পাওয়া যায়। এজন্য জন্য হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন,
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।