1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সিএনজি চালক রাসেল হত্যা মামলায় ২ যুবকের মৃত্যুদন্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

চৌদ্দগ্রামে সিএনজি চালক রাসেল হত্যা মামলায় ২ যুবকের মৃত্যুদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকায় সিএনজি চালক মো: রাসেল (১৮) কে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদন্ড দিয়েছে কুমিল্লার আদালত। রোববার (২১ এপ্রিল) দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন; কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত সিএনজি চালক মো: রাসেল চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে।

মামলার বিবরণে জান গেছে, দন্ডপ্রাপ্ত আসামী গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। ২০১৭ সালের ১৮ জুন দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ও অলি উল্লাহ মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। পরে দিনভর সিএনজিতে করে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার পর তারা তিনজনে মিলে কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি উল্লাহ মিলে রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করে। এর আগে মোবাইলে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেল এর পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বলেন, ‘মামলার অভিযোগপত্রে চারজন আসামী ছিলো। এদের মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামী মারা যান। শাহিন নামে এক আসামী মামলা থেকে খালাস পান। অপর দুই আসামী মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ড প্রদান করেন। মামলায় জামিন নিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম