শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৪ সালের শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আনোয়ারা সরকারী কলেজের প্রভাষক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোছলেহ উদ্দীন সিরাজী।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষাক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছে। এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসাইন।
উল্লেখ্য, তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা হতে ১৯৯২ সালে দাখিল ও ১৯৯৪ সালে আলিম পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ১৯৯৭ সালে বি.এ অনার্স এবং ১৯৯৮ সালে এম.এ বাংলা বিভাগ ২য় শ্রেণিতে উর্থীর্ণ হন। বর্তমানে তিনি আনোয়ারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতির দায়িত্বে আছেন।
তিনি পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব মাওলানা শফিউল আলম (শফি হুজুর) এর বড় ছেলে।