মাহবুবুর রহমান : নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনীতে ছিন্নমূল, অসহায় ও দুঃস্থদের মানুষদের মাঝে স্থানীয় সাসংদের পক্ষ থেকে রমজানের সেহরির খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার ভোররাতে নোয়াখালী – ৩ সাংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ এর পক্ষ থেকে চৌমুহনী রেলষ্টেশন এলাকায় দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে রমজান উপলক্ষে সেহরির সময়ে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় বেগমগঞ্জ পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ জানান, করোনা ভাইরাস এর সংকটের কারণে চারদিকে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়া যে খাবার সংকট দেখা দিয়েছে এতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষদের কথা বিবেচনা করে আমাদের বেগমগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুন রশীদ কিরণ এই খাবারের আয়োজন করেন।
উনার নির্দেশে নিয়মিত ভাবে এসব মানুষদের মাঝে আমাদের এ খাবারা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ছিন্নমূলদের অনেকে রাতের খাবার খেয়ে তাদের চোখে-মুখে তখন আনন্দের ছাপ দেখা যায়। তারা এ ধরনের অব্যাহত রাখার দাবি জানান।