মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৭ এপ্রিল সোমবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্যবিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি আশিষ দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, আজীবন সদস্য নাজমুল হক রিগান, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ আল নোমান, এমদাদুল হক রাসেল, ইমতিয়াজ মাহমুদ রিয়ান, আকবর হোসেন, সহ দপ্তর সম্পাদক নাহিদুল আনসার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রিয়াজ উদ্দীন রাকিব, সাংস্কৃতিক সম্পাদক জয় শর্মা, পাঠাগার সস্পাদক রাকিব উদ্দীন, কার্যকরি সদস্য বোরহান উদ্দীন ও মুহাম্মদ আরিফ হোসেন। সংগঠনের দুই বছর মেয়াদী একুশ সদস্যের নবীন কার্যকরি পরিষদ (২০২০-২০২২) এর সদস্যরা হলেন, মহিবুল হাসান সজীব- সভাপতি, মির্জা মিশকাতের রহমান-সিনিয়র সহ সভাপতি, জাফর ইকবাল-সহ সভাপতি, সৈকত চৌধুরী-সাধারণ সম্পাদক, আহাদ উদ্দীন- সহ সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান- সাংগঠনিক সম্পাদক, আলী হায়দার চৌধুরী- সহ সাংগঠনিক সম্পাদক, রিপন কুমার দাশ- অর্থ সম্পাদক, রানা মজুমদার- সহ অর্থ সম্পাদক, আরিফ হোসেন- দপ্তর সম্পাদক, মৌসুমী রাণী দেবী- সহ দপ্তর সম্পাদক, তরিকুর রহমান বাবু- প্রচার ও প্রকাশনা সম্পাদক, মেজবাহ উদ্দীন- পাঠাগার সম্পাদক, নাজমুল হাসান- পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক, সাকলাইন মোস্তাক- শিক্ষা ও সাহিত্য সম্পাদক, ইমতিয়াজ উদ্দিন বাবু- ক্রীড়া সম্পাদক, ইমরুল হাছান পলিন – সাংস্কৃতিক সম্পাদক, শাহ আরমান ফরহাদ- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাজিদ উল্যাহ- আইন ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কার্যকরি সদস্য- বেলাল হোসেন ও মেহেদী হাসান জিকু । এছাড়া কার্যকরি পরিষদের সহায়ক সাতটা উপ-পরিষদে আঠার সদস্যের নাম ঘোষণা করা হয়, এরা হলেন পাঠাগার উপ-পরিষদের আহবায়ক- অমিত হাসান, সদস্য সচিব- আসিফুল ইসলাম, শিক্ষা উপ-পরিষদের আহবায়ক- মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক- রাহি বিন আজাদ, সদস্য সচিব- প্রান্ত চৌধুরী, ক্রীড়া উপ- পরিষদের অাহবায়ক- সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক- অনিক ভৌমিক, সদস্য সচিব- নুর উদ্দীন শাকিল, সাংস্কৃতিক উপ- পরিষদের আহবায়ক-মো. আলা উদ্দীন, যুগ্ম আহবায়ক- জোবায়ের আলম চৌধুরী অপু, সদস্য সচিব- শাখাওয়াত রনি, স্বাস্থ্য উপ পরিষদের আহবায়ক- ইব্রাহীম হোসেন, সদস্য সচিব- মনির হোসেন পাভেল, সমাজকল্যান উপ পরিষদের অাহবায়ক- আকাশ চন্দ্র দাশ, যুগ্ম আহবায়ক- কামরুল হোসেন তামিম, সদস্য সচিব- মো. হাসান, পরিবেশ উপ পরিষদের অাহবায়ক- শরিফুল ইসলাম, সদস্য সচিব- আল আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন কার্যকরি পরিষদ, উপ-পরিষদ সমূহের সদস্যদের শপথ পাঠ করানো হয় ।