কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে এ হাক্কানী কর্পোরেশন লিমিটেডকে নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়া ত্রিপুরা।এর আগে, কর্ণফুলীতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী ও মাছের খাদ্য উৎপাদন করায় এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন প্রশাসন। ক্ষমতাধর এই প্রতিষ্ঠানের বেশ কয়েকবার জরিমানা ও সীলগালা করেও প্রশাসনকে বৃদ্ধ আঙুলী দেখিয়ে চলছে এই রমরমা অবৈধ মাছ ও মুরগীর খাদ্য উৎপাদনের এই ব্যবসা, উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগী ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে আসছিল প্রতিষ্ঠানটি। তারা অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা এসব খাদ্য মাছ ও প্রাণীকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনাও আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়া ত্রিপুরা বলেন, লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনের ফলে আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হওয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।