মো. আবদুস সবুর:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র সংরক্ষিত আসন-০৬ (বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড) বিএনপি মনোনীত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা’র টিম করোনা মোকাবেলায় কর্মহীন ঘরবন্ধী মানুষের ঘরে ঘরে সেহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
রমজানের শুরু হতে ১৫০০ এক হাজার পাঁচশত পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন টিম প্রধান আতাউর রহমান কাইছার। তিনি ক্রমান্বয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানেন।
আতাউর রহমান কাইছার বলেন, বাকলিয়ার ১৭, ১৮, ১৯ নাম্বার ওয়ার্ডে আমাদের প্রতিনিধিরা কাজ করছেন। তারা এই মহাদূর্যোগে সকল বাধাবিপত্তি উপেক্ষা করে মহল্লায় মহল্লায় গিয়ে প্রকৃত ভুক্তভোগীদের তালিকা তৈরী করছেন। তালিকা আমাদের হাতে আসার সাথে সাথে তাদের কাছে এই সেহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তা ছাড়া এই সংরক্ষিত আসনের যে কেউ আমাদের মোবাইল ফোনে মেসেজ কিংবা কল করলেই তাদের বাসার দর্জায় উপহার সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের মাহমুদা চৌধুরী ঝর্ণা আপার টিম সদস্য।
এ বিষয়ে মামুদা চৌধুরী ঝর্ণার সাথে কথা হলে তিনি “শ্যামল বাংলা”কে বলেন, সৃষ্ট মহামারির কারণে লকডাউনে ঘরবন্দি বৃহত্তর বাকলিয়ার অসহায় মানুষ আজ চরম সংকটে জীবনযাপন করছেন। আমি প্রার্থী হিসেবে নয় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তাই অতীতের ন্যায় সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি।
আমি একজন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৭, ১৮ এবং ১৯ নাম্বার ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম গঠন করেছি।
এ টিম প্রতিনিয়ত এলাকায় খোজ নিয়ে কর্মহীন অসহায়দের তালিকা তৈরী করে আনছেন। তালিকা হাতে পাওয়ার সাথে সাথে তাদের সাথে মোবাইল ফোনে খোজখবর রাখছি। আমাদের গঠিত টিমকে তাৎক্ষনিক তাদের ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিচ্ছি। তিনি বলেন, এ কার্যক্রম তদারকি করছেন টিম প্রধান আতাউর রহমান কাইছার।
মাহমুদা চৌধুরী ঝর্ণা আরো বলেন, করোনা’র চেয়েও ভয়াবহ হচ্ছে মানুষের ক্ষুধার কষ্ট। আরো চলছে পবিত্র মাহে রমজান। একদিকে লকডাউন অন্যদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। তাতে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ দলমতে উর্ধ্বে থেকে অসহায়দের পাশে থাকুন।
তিনি প্রশাসন এবং কাউন্সিলরগণের উপহার সামগ্রী বিতরণকালে দলীয় দৃষ্টি-ভঙ্গী পরিবর্তন করে সাধারণ নাগরিক হিসাবে সংকটে পড়া সকলের মাঝে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার অনুরোধও জানান।