শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে এই সংসদ সদস্য ২৬ লাখ ৮০হাজার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ জনপথে ।
উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণজন অংশ নেন। কৃষি অফিস সূতে জানা যায় , ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।