ইব্রাহীম খলিল:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করে।
উপজেলার জিনদপুর ও বটতলীতে, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে। নবীনগর উপজেলা সদরে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে তীব্র যানজট সৃষ্টি হয়, মিছিলের শেষ দিকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা মিছিলে বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে উত্তেজনা তৈরি হয়।
এসময় পুলিশ সর্তক অবস্থায় থাকায় ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপের কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে উভয় পক্ষ শান্ত হয়ে নিজ নিজ অবস্থানে চলে যায়। এছাড়াও সলিমগঞ্জ, শিবপুরসহ বিভিন্ন এলাকায় শতশত শিক্ষার্থীরা কোটাপদ্ধতি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।