সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক ও সমাজ সেবামূলক সংগঠন জাগরনী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত জাগরনী মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩ এর কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৫ জুলাই খুটাখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির উদ্দিন।
সংগঠনের সহ সভাপতি মাঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল আলম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ বশির উদ্দীন ও
সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সেক্রেটারী মিজানুর রহমান, এসময় কুতুবদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরে নজর, সাংবাদিক সেলিম উদ্দীন, শিক্ষক মাহমুদুল করিম ও মিজানুর রহমান বক্তব্য রাখেন৷
অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুল -মাদরাসার ১৮ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ এবং তাদের হাতে নগদ টাকা, সনদ ও ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
এসময় সাবেক মেম্বার মমতাজ আহমদ, মোহাম্মদ আলম, শাহ আলম, মোঃ বশিরুল আলমসহ বিভিন্নস্থরের মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।