1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীর জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অলৌকিক এক পুত্র শিশুর জন্ম! মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালীতে পাইরাং ছাত্র ফাউন্ডেশনের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২৯ ডিসেম্বর

দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীর জানাযা ও দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৭৬ বার

কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানব কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা জিন্নাত আলী মারা গেছেন।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমীর হামজার ছেলে ২৪ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। সোমবার জিন্নাতকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মডিকেলের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। আগেরদিন তিনি হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান নোমান খালেদ চৌধুরী বলেন, “সোমবার দুপুরে জিন্নাত আলীকে অজ্ঞান অবস্থায় আনা হয়। তখনই তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন ছিল। সেসময় ভেন্টিলেটর দিয়ে তাকে আইসিইউতে রাখা হয়। ভোরে তিনি মারা যান।

অধ্যাপক নোমান খালেদ বলেন, “জিন্নাত আলীর বড় আকারের পিটুইটারি টিউমার ছিল। যেরকম গভীর অচেতন অবস্থায় উনাকে আনা হয় তখন আর অস্ত্রোপচার সম্ভব ছিল না। কনসাস লেভেল এর চেয়ে কিছুটা বেশি থাকলেও হয়ত অস্ত্রোপচার করা যেত।”

তিনি বলেন, “অল্প বয়সে হাড় সুগঠিত হয়ে জোড়া লাগার আগেই হরমোন সিক্রেশনের কারণে উনার অঙ্গ-প্রত্যঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি হয়। এটা জায়গানটিজম। পিটুইটারি গ্ল্যান্ডে হরমোনাল ইমব্যলান্সের (হরমোন ভারস্যামহীনতা) কারণে উনার বড় আকারের পিটুইটারি টিউমার হয়েছিল।”

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, রোববার অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা জিন্নাত আলীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

স্বজনদের বরাত দিয়ে ইউএনও বলেন, “জন্মের পর তার শরীর স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও ১১ বছর বয়স থেকে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পরে তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। “এক পর্যায়ে স্বাভাবিক চলাফেরায় অসুবিধা দেখা দেয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী। ২০১৮ সালের ২২ অক্টোবর তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।”
সেসময় জিন্নাতকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়।

ইউএনও প্রণয় চাকমা বলেন, “তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিস্কে টিউমার রয়েছে এবং হরমোনের সমস্যার কারণে তার শরীর অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।”

প্রণয় বলেন, গণমাধ্যমে দেশের দীর্ঘদেহী মানবকে নিয়ে খবর প্রচারের পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের মাধ্যমে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। “সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সুব্যবস্থা করেন। পরে তার বাড়ী নির্মাণ এবং কর্মসংস্থানের জন্য ৫ লাখ টাকার অনুদানও দেন,” বলেন ইউএনও।

প্রধানমন্ত্রী আনুকূল্য পাওয়ার তথ্য জানিয়ে কক্সবাজার সদর আসনের (সদর-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘদেহী মানব জিন্নাত আলীর চিকিৎসার সুব্যবস্থা করেছিলেন। এছাড়া অনুদানের ৫ লাখ টাকা দিয়ে একটি বাড়ী নির্মাণ করে দেয়ার পাশাপাশি একটি দোকানও করা হয়েছিল। পরবর্তীতে মোটামুটি সুস্থ হলে গত ২০১৮ সালের ২৮ অক্টোবর রামু আসার পর ফরম পূরণের মাধ্যমে জিন্নাত আলী আওয়ামী লীগে যোগ দেন এবং গর্জনিয়া ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে দলের কর্মকাণ্ডেও অংশ নিতেন বলে জানান স্থানীয় এ সংসদ সদস্য।

ইউএনও প্রণয় চাকমা জানান, দীর্ঘদেহী মানব জিন্নাত আলীর মরদেহ সকালে রামুর গর্জনিয়াস্থ নিজ বাড়িতে এসে পৌঁছেছে। বিকালে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।

কৃষক আমীর হামজার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে জিন্নাত ছিলেন তৃতীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম